আগুনে ৩ গরু সহ ঘর পুড়ে ছাঁই।
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ কাপাসিয়ায় কয়েল থেকে সৃষ্ট আগুনে এক গেরস্থের ৩টি গরু পুড়ে মরেছে।আগুনে ২ টি গোহাল ঘর ও ১ টি খড়ের গাঁদাও পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে এ কান্ড ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, গাজীপুর কাপাসিয়া বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামের দিগদা বাড়ীর (নয়াবাড়ি) কলার বেপারী মোঃ আইনুদ্দীনের গোহাল ঘরে ঘটনাটি ঘটে রাত 11:30 টার দিকে। কেউ বলে মশার কয়েল থেকে কিন্তু বাড়িওয়ালা ভিন্নমত প্রকাশ করেছে কিভাবে লাগছে সেও বলতে পারেনা।
ঘুমন্ত অবস্থায় অজ্ঞাতে সেখানে একটি অগ্নিকান্ডের সৃষ্টি হয়।এতে গোহাল ঘরে থাকা ৩ টি গরু পুড়ে মরেছে বলে জানা গেছে।গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।গ্রামটির ইউপি মেম্বার দুলাল উদ্দীন মোল্লা জানান,খবর পেয়ে বাড়ীর লোকজনসহ পাড়া প্রতিবেশী মিলে এ আগুন নিয়ন্ত্রণে আনেন।