ইউপি মেম্বারের বিরুদ্ধে রাস্তার ইট আত্মসাতের অভিযোগ।
নরসিংদী, মনোহরদীর খিদিরপুর ইউপির এক মেম্বারের বিরুদ্ধে রাস্তার কালভার্টের ইট আত্মসাতের অভিযোগ উঠেছে। মেম্বার বিষয়টি স্বীকার করে জানান, তিনি ইটগুলো অন্যত্র জনহিতকর কাজে ব্যবহার করেছেন।
মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের মনতলা হাবু খলিফার বাড়ীর মসজিদ সংলগ্ন রাস্তায় এডিপি অর্থায়নে একটি কালভার্টের পুনঃ নির্মান কাজ শুরু হয়। এ জন্য এ স্থলের পুরনো কালভার্ট ভাঙ্গতে হয়।এলাকাবাসীর অভিযোগ, কালভার্ট ভেঙ্গে বিকল্প রাস্তা নির্মিত না হওয়ায় সংলগ্ন মসজিদের সামনে দিয়ে সকল প্রকার যান চলাচল শুরু হয়।
এতে এলাকার একটি কোরবানীর পশু জবাইয়ের মাঠ, মসজিদের টিউব ওয়েল ও অজুখানার পানি নিস্কাষন ব্যবস্থা নষ্ট হয়ে যায়। তাদের অভিযোগ স্থানীয় ইউপি মেম্বার শফিক এ কালভার্টের পুরনো ইটগুলো আত্মসাৎ করেছেন। তিনি এ না করে এ ইট বিকল্প রাস্তা নির্মানে কাজে লাগালে মসজিদ ও এলাকাবাসীর দুর্ভোগ সৃষ্টি হতো না। সবার দুর্ভোগের মুখে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বিকল্প রাস্তাটি নির্মান করে নিয়েছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি মেম্বার শফিক জানান, ইটগুলো ঠিকাদরের, ঠিকাদার তাকে সেগুলো দিয়ে দিয়েছেন। তিনি সেগুলোর কিছু অন্যত্র জনহিতকর কাজে ব্যবহার করেছেন, কিছু তার কাছে আছে। আর বিকল্প রাস্তা এলাকাবাসী নন, তিনি নির্মান করেছেন।
মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম জানান, ছোট কাজে বিকল্প রাস্তা নির্মানের ব্যবস্থা থাকে না। পুরনো কালভার্টের ভাঙ্গা মালামাল দিয়েই জনকল্যানে তা করা যেতো। এসব মালামালের মালিক ঠিকাদার থাকেন না, তিনি এগুলো কাউকে দিতেও পারেন না।