ইউপি সদস্যার বিরানি খেয়ে শতাধিক নারী-পুরুষ অসুস্থ।
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ মনোহরদীতে এক ইউপি সদস্যার দেয়া বিরানি খেয়ে ১৬টি মসজিদের মুসল্লী ও তাদের পরিবারের শতাধিক লোকজন অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শুক্রবার জুমুআর দিনে ইউপি সদস্যা তার নির্বাচনী এলাকার জুমুআর মসজিদ সমূহে এ বিরানি দেন এবং এতে এ অবস্থার সৃষ্টি হয়।
মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যা সেলিনা বেগম গতকাল শুক্রবার তার এলাকার ১৬ টি জুমুআর মসজিদে ২ হাজার ৫ শ’ বিরানির প্যাকেট বিতরন করেন।
জানা যায়,তার নিজ বাড়ীতে বাবুর্চি দিয়ে বিরানি রান্না করে পূর্ব ও পশ্চিম রামপুর, নূরআহাম্মদপুর, চরসাগরদী ইত্যাদি গ্রামের জুমুআর মসজিদে এ বিরানির প্যাকেট বিতরন করা হয়।
ভুক্তভোগী মুসল্লীদের দাবী,এ বিরানি খেয়ে তারা ও তাদের পরিবারসহ এলাকার দেড় শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন।তারা বমি,ডায়রিয়া,পেট ব্যথা ও জ্বরে আক্রান্ত হন।
বিষয়টি এলাকার জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।এ ব্যাপারে এক ভূক্তভোগী নূর আহাম্মদপুর গ্রামের কালাম (৩২) জানান, এ বিরানি খেয়ে রাত ২ টা থেকে তিনি এবং তার পরিবারের ৩ সদস্যসহ যে যে বিরানি খেয়েছেন তাদের প্রায় সবাই পেটব্যথা, বমি ও জ্বরসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
একই গ্রামের আবু সায়েদ (২৫) জানালেন,তারও একই অবস্থা এখনো।রামপুর বাজার মসজিদের ইমাম ও খতীব ক্কারী ওসমান গনি জানালেনে,এ বিরানি খেয়ে তার মেয়েও অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়াও রামপুরের অনেকেই তাকে বিরানি খেয়ে অসুস্থতার কথা জানিয়েছেন।
এ ব্যাপারে খিদিরপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ইউপি সদস্যা সেলিনা বেগম জানান,তিনি সৎ উদ্দেশ্যে নেক নিয়তে ২ হাজার ৫ শ’ বিরানির প্যাকেট জুমুআর মসজিদগুলোতে দিয়েছিলেন। এতে কিসে থেকে কি হয়ে গেলো বুঝতে পারছেন না তিনি। তাই অসুস্থদের বাড়ী বাড়ী গিয়ে খোঁজ নিয়ে চলেছেন এখন।