উত্তরণ মডেল কলেজের শিক্ষার্থী তসলিমার মৃত্যুতে সভাপতি এম এম সিরাজুল ইসলামের শোক
কক্সবাজার সদরের উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ” উত্তরণ মডেল কলেজ” এর একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী তসলিমা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কলেজের সভাপতি শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম।
শনিবার(১৫ জুলাই) রাত পৌনে ১১.০০টায় কলাতলী আদর্শ গ্রামে টিউশন থেকে ফেরার পথে কক্সবাজার শহরের কলাতলীর বাইপাস সড়কে বিকাশ বিল্ডিং এর সামনে সিএনজির ধাক্কায় মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়। পরে এলাকার মানুষের সহায়তায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তসলিমার এক স্বজনের বক্তব্যে তিনি বলেন, নিহত তসলিমা কলাতলী আদর্শ গ্রামের হেলাল উদ্দিনের বড় মেয়ে। মরহুমা তসলিমা উত্তরণ মডেল কলেজের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী। তিনি প্রতিদিনের মত টিউশন থেকে বাড়ি ফেরার জন্য রাস্তার একপ্রান্তে দাঁড়ালে একটি সিএনজির ধাক্কায় দেয়ালে এসে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ড্রাইভারসহ সিএনজি টি পুলিশের কাছে সৌপর্দ্য করে।
এদিকে তসলিমার মা পারভীন আক্তার প্রশাসন ও বিজ্ঞ আদালতের কাছে তার মেয়ের হত্যার সঠিক বিচার চেয়েছেন।
উত্তরণ মডেল কলেজের সভাপতি শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম জানান, উত্তরণ মডেল কলেজের পক্ষ থেকে নিহত তসলিমার প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।