কক্সবাজারের আবাসিক হোটেল থেকে সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
রিয়াজ উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজার শহরের হলিডের মোড়ে অবস্থিত হোটেল সানমুন হোটেল থেকে কারানির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকালে কক্সবাজার পৌরসভার হলিডে মোড়ে একটি আবাসিক হোটেল সানমুনের ২য় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে সাইফুদ্দিনের মরদেহ উদ্ধার হয়।
স্থানীয় সূতত্রে জানা যায়, মৃত সাইফুদ্দিন কক্সবাজার শহরের ঘোনার পাড়া স্স্থায়ী বাসিন্দা। সে এক সময়ের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা এবং তরুণ আওয়ামী লীগ নেতা ছিলেন। তাকে শহরের হলিডে মোড়ের আবাসিক হোটেল সানমুন থেকে দু’হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দাসহ কক্সবাজারের প্রশাসনের দৃষ্টিগোচরের জোর দাবি জানান।
এছাড়া সাইফুদ্দিনের ছোটভাই এই ন্যাক্কারজনক হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত পূর্বক মূল রহস্য উদঘাটন করে খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তিরর আবেদন জানান।