কক্সবাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
রিয়াজ উদ্দিন:
কক্সবাজার সদর বিভিন্ন এলাকায় কক্সবাজার উপজেলা প্রশাসন ও র্যাব-১৫ এর যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি), কক্সবাজার সদর এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট,
শারমিন সুলতানা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সদর কক্সবাজারের নেতৃত্বে র্যাব-১৫ এর তত্ত্বাবধানে কক্সবাজার সদর থানাধীন বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইনের বিধান অনুযায়ী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে কক্সবাজার সদর এলাকার একটি আইসক্রিম ফ্যাক্টরির স্বত্বাধিকারী মেসার্স মনতাইজ আইসবার এর মালিক মোঃ মনির’কে ২৫,০০০/- (পচিশ হাজার) টাকা, একটি সুপার শপের স্বত্বাধিকারী মেসার্স সেইফ ওয়ে এক্সপ্রেস এর মালিক সায়মন সালেহ শাওন’কে ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং একটি আচার ফ্যাক্টরির স্বত্বাধিকারী মেসার্স নাজিম ফুড প্রোডাক্ট এর মালিক মোঃ নাজিম উদ্দীন’কে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাদেরকে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্বাস্থকর পরিবেশ মেনে চলার নির্দেশনা প্রদান করেন।