কক্সবাজারে যাত্রীবেশে অটোরিকশা চালককে খুন: আটক-১
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পিএমখালী এলাকায় গভীর রাতে যাত্রীবেশে অটোরিকশায় (টমটম) উঠে চালককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ মার্চ) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান।
নিহত চালকের নাম সিরাজুল মোস্তফা (৩১) তিনি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জাফর আলমের ছেলে।
নিহত সিরাজের পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ইলিয়াস খান বলেন, রাত পৌনে ১২ টার দিকে রামু কলঘর থেকে একদল দুর্বৃত্ত যাত্রীবেশে তার টমটমে ওঠে। পিএমখালীর চেরাংঘরের পূর্ব পাশে শুক্কুর সওদাগরের ইটভাটা সংলগ্ন গোলার পাড়া রাস্তার মাথায় নির্জন স্থানে নিয়ে গিয়ে পথিমধ্যে চালক সিরাজুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় টমটম চালকের চিৎকার শোনে ঠিক ঐ স্থানের দক্ষিণ পার্শ্বে ডিকপাড়া কয়েকজন লোক তাদের উপর লাইট জ্বালালে তাকে আহত অবস্থায় রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত টমটম চালক তার জীবন বাঁচাতে তার নিজের টমটমটি নিজেই চালিয়ে পাশের ইটভাটায় যাওয়া মাত্রই ঢুলে পড়ে যায়। পরে ইটভাটার শ্রমিক ও পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন”
নিহত সিরাজুল মোস্তফা তিন সন্তানের পিতা। সদর মডেল থাকা পুলিশের তদন্তে ঐ রাতেই নয়াপাড়া এলাকা থেকে সন্দেহের জেরে এলাকাবাসীর সহযোগিতায় ভারুয়াখালীর একজনকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, ঐলোকটি টমটমের যাত্রী ছিল।