কক্সবাজার জেলা ও উপজেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক।
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা এবং ২০২২-২০২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান। রবিবার (২৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবাগ্রহীতার আত্মতুষ্টিই সেবাপ্রদানকারীর মূল লক্ষ্য হতে হবে। তিনি আরো বলেন, পুরস্কারপ্রাপ্তি জীবনের একটি বড় অর্জন। এতে তাঁর কর্তব্যের প্রতি আরো দায়বদ্ধতা বেড়ে যায়। অন্যদের অনুকরণীয় যাতে হওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে।এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) তাপ্তি চাকমা।শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালার কি-নোট স্পিকার ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) বিভীষণ কান্তি দাশ।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সুফিয়ান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের বিভিন্ন সেকশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মুনমুন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান।এতে জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: নাসিম আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় সহকারী মো ফরিদুল আলম, অফিস সহায়ক মো শহিদুল্লাহ এবং উপজেলা পর্যায়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা সাগর কান্তি দে এবং পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী মো: আজম বিভিন্ন গ্রেডে শুদ্ধাচার পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেন।পুরস্কারপ্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।এ পুরস্কারের মধ্যে রয়েছে প্রত্যেকের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সনদ ও সম্মাননা ক্রেস্ট ।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাসিম আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়াসহ পুরস্কারপ্রাপ্তগণ তাঁদের অভিমত ব্যক্ত করেন।