কাপাসিয়ায় শীতার্ত অসহায়দের মধ্যে কম্বল বিতরণ।
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ কাপাসিয়ার একটি সামাজিক সংগঠন শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরনের কর্মসূচী সম্পন্ন করেছে।উপজেলার সিঙ্গুয়ার বাজারে তহসিল অফিসের সামনে আজ শুক্রবার এ কর্মসূচী পালিত হয়েছে।
গাজীপুরের কাপাসিয়ার চরদুর্লভখা সিংগুয়া বাজারে আজ শুক্রবার স্থানীয় সামাজিক সংগঠন সমব্যথীর উদ্দ্যোগে এ উপলক্ষে সিঙ্গুয়া বাজারে এক সভা আহুত এবং পবিত্র কোরআন তেলাওয়াত সহ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবিএম আতিকুর রহমান আতিক রোটারি ক্লাব উত্তরা লেক ভিউ।
মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার উপ পরীক্ষা নিয়ন্ত্রক ও সমব্যথীর সভাপতি ডঃ হোসাইন মাহমুদ ফারুকের সভাপতিত্বে ও মহাসিন পালোয়ান,সাধারণ সম্পাদক সমব্যথি , সিনিয়র জোনাল মেনেজার হামদার্দ ওয়াকফ বাংলাদেশ লিমিটেড অনুষ্ঠানটি পরিচালনা করেন, এতে বক্তব্য রাখেন, ডক্টর ফারুক সাহেব, আমিনুল ইসলাম সরকার , এসিস্ট্যান্ট কমিশনার কাস্টম, ও সমব্যথী সম্মানিত সদস্য , ঘাগুটিয়া ইউপি সদস্য লিটন মেম্বার আরো অনেকে।
আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম পালোয়ান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এডভোকেট জাকির, সালাম শেখ,মাইন উদ্দিন মাহফুজ, আকরাম হোসেন ব্যাংকার,জোটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় ২২৬ জন শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।উল্লেখ্য, এ সংগঠনটি প্রতি বছরের শীতে অনুরুপ কর্মসূচী নানা জন হিতকর বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে। ওরে সুয়া বাজার মসজিদে নামাজ আদায় করে মৃত ব্যক্তিদের স্মরণে দোয়া ও খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।