কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ সমব্যথী সামাজিক বন্ধন এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীপুর, কাপাসিয়ায় সিংগুয়া বাজার অবস্থিত সামাজিক সংগঠন ‘সমব্যথী সামাজিক বন্ধন’র উদ্যোগে ২০২৪ ইং এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সংগঠনের আয়োজনে মঙ্গলবার (১৮ জুন) বিকাল তিনটায় উপজেলার সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যলয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ ইং সনে উত্তীর্ণ ২৪ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) এর কিশোরগঞ্জের সিনিয়র জোনাল ম্যানেজার ও সমব্যথীর সাধারণ সম্পাদক মো: মহসিন পাহলোয়ানের সভাপতিত্বে ও আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. হুসাইন মাহমুদ ফারুক। অনুষ্ঠানের উদ্বোধন করেন শফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আনিছুর রহমান আরিফ,জেসটি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবিএম আতিকুর রহমান, হুমায়ূন কবির কাজল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য মনোয়ার হোসেন আকন্দ, আমিনুল ইসলাম পাহলোয়ান, শেখ আব্দুস সালাম বাদল, ডা: মোজাম্মেল হক পিন্টু, ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান,
সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আকরাম হোসেন, ইউপি সদস্য মাহবুবুর রহমান রিটন, মো: শাহজাহান আকন্দ মাস্টার ট্রেইনার, শিক্ষক নেতা ও সাংবাদিক, আব্দুল মজিদ, মাইনুদ্দিন মাহফুজ প্রমুখ।
এছাড়াও প্রধান শিক্ষকের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন, খিরাটী এ কে উচ্চ বিদ্যালয়ের মো: দবির হোসেন, আড়ালিয়া উচ্চ বিদ্যালয়ের হুমায়ূন কবির। কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন তাছনিয়া দবির, রেদুয়ান হাসান। মোনাজাত ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।