ক্রিকেট খেলাকে কেন্দ্র করে খরুলিয়ায় এক শিশু নিহত।
সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া খামারপাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মোঃ হাসান ও মুজিবের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে হাটুঁর আঘাতে হাসানের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৮ই জুন) ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া খামারপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত হাসান ও মুজিবের মধ্যে কথা কাটাকাটিতে হাসান দ্বিমত পোষণ করায় মুজিব শিশু মোঃ হাসানের পেটে হাঁটু দিয়ে আঘাত করলে মোঃ হাসান মাটিতে বসে পড়ে।
পরে অবস্থার অবনতি দেখে হাসানের পরিবার তাকে কক্সবাজার সদর হসপিটালে নিয়ে যায়। আজ বিকাল ৩.৩০ মিনিটে হাসান সদর হসপিটালে মৃত্যুবরণ করে।
নিহত হাসান পূর্ব খরুলিয়া সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থী ছিল।