খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পিএমখালীতে ৫নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল।
রিয়াজ উদ্দিন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কক্সবাজার সদর উপজেলার পি এম খালী ইউনিয়ন শাখার আওতাধীন ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ মার্চ) বিকেলে বাংলাবাজার আল-নূর কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজ উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ নুর সওদাগর। প্রধান বক্তা ছিলেন পিএমখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শামসুল হক।
শুরুতেই পিএমখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগের সূচনা বক্তব্যের মধ্যদিয়ে আলোচনার সভা শুরু হয়।
এসময় বিশেষ অতিথি ছিলেন পিএমখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি শামসুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক মনির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাছন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক ডা: মুবিনুল হক, সদর উপজেলা বিএনপি নেতা মমতাজুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির পূর্ব শাখার সভাপতি নজির আহমদ সওদাগর, কক্সবাজার সদর উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক জাহাঙ্গীর আলম,পিএমখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ, সদস্যসচিব মোঃ বেলাল উদ্দিন, যুগ্ন-আহ্বায়ক তৌহিদুল হক চৌধুরী, যুগ্ন-আহ্বায়ক আকতার কামাল, যুগ্ন-আহ্বায়ক খুরশেদ আলী, যুগ্ন-আহ্বায়ক এরশাদ উল্লাহ, সম্মানিত সদস্য রাহমত উল্লাহ, পি এম খালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আলম, সাধারণ সম্পাদক মমতাজ আহমদ, পিএমখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি রেজাউল করিম, পিএমখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল আহ্বায়ক মাস্টার শাহাব উদ্দিন, পিএমখালী ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক এড: লুৎফুর রহমান, যুগ্ন-আহ্বায়ক নিশাত মোহাম্মদ চৌধুরী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল সহ ৯টি ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠন ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় বক্তারা রমজান মাসের তাৎপয্য তুলে ধরেন এবং সকলকে পবিত্র রমজানে যার যার পার্শ্বোক্ত গরিব, অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান। এছাড়া বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ও সুস্থতার সহিত দেশে আসার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
আলোচনা শেষে বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ও সুস্থতার সহিত দেশে পৌঁছা ও দেশে জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মৌলানা রফিক উদ্দিন।