গরু বেচা ২ লাখ টাকা গেলো সিঁদেল চোরের হাতে
নরসিংদী, মনোহরদীতে কোরবানীর গরু বেচার ২ লাখ টাকা টাকা গেলো সিঁদেল চোরের হাতে। সাথে তার স্ত্রীর গেলো আরো ৫০/৬০ হাজার টাকার মালামাল।
জানা যায়,গত (২৬ জুন) রাতের কোন এক সময় মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রামের খুরশীদের ঘরে সিঁদেল চোর হানা দেয়। তারা আগেরদিনের হাটে খুরশীদের কোরবানীর গরু বেচা ২ লাখ টাকা নিয়ে যায়।খুরশীদ জানান, একই ঘটনায় তার স্ত্রীরও ৫০/৬০ হাজার টাকার মালামাল খোয়া গেছে।একই রাতে তাদের প্রতিবেশী উজ্জলের ঘরেও অনুরুপ একটি চুরির ঘটনা ঘটে।মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান,বিষয়টি তাদের জানা নেই।