গৃহবধূকে রাতভর গনধর্ষন!
নরসিংদী, মনোহরদীতে এক সিএনজি চালক ও তার ২ সঙ্গী কর্তৃক তিন সন্তানের জননীকে রাতভর গনধর্ষনের অভিযোগ উঠেছে।ঘটনাটি উপজেলার মনতলা গ্রামে গত রাতে সংঘটিত হয়।
ধর্ষিতা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মনোহরদীর নরেন্দ্রপুর গ্রামের এক গৃহবধূ (২৬) সোমবার সন্ধ্যেয় মোবাইলের সিম কিনতে চালাকচর বাজারে যান।সেখান থেকে ফেরার পথে মনতলা গ্রামের সিএনজিচালক নাজমূল (২৮) তাকে বাড়ী পৌঁছে দেয়ার নাম করে তার গাড়ীতে উঠিয়ে নেয়।
পরে তাকে তার নিজ বাড়ীর নির্জন বসতঘরে তুলে নিয়ে সেখানে ধর্ষন করে।পরে তার অপর দু নেশাখোর সঙ্গীসহ গ্রাম সংলগ্ন নির্জন নদীর চরে নিয়ে গিয়ে সারারাত উপর্যুপরি ধর্ষন করে।এতে ধর্ষিতা রক্তাক্ত আহত ও অজ্ঞান হয়ে পড়েন।এ অবস্থায় ধর্ষকদল তাকে সেখানে ফেলে পালিয়ে যায়। সম্বিত ফেরার পর ধর্ষিতা সংলগ্ন মনতলা বাজারে এসে ঘটনাটি এলাকাবাসীর সামনে বিবৃত করেন এবং ধর্ষক সিএনজি চালকের বাড়ী দেখিয়ে দেন বলেও গ্রামবাসী জানান।
মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, ধর্ষিতা নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রধান ধর্ষক নাজমূলকে পুলিশ পলাতক অবস্থা থেকে গ্রেফতার করেছে।বাকীদের গ্রেফতারেও পুলিশ তৎপর রয়েছে।