চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ২, আহত ১৯
রিয়াজ উদ্দিন:
চকরিয়ায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক লাগোয়া খাদে পড়ে কলেজ ছাত্রসহ ২ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং গয়ালমারা এলাকায় ঘর্টটনাটি ঘটে।
পুলিশ, ফায়ারসার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা করে রাত আড়াইটার দিকে হতাহতদের উদ্ধার কাজ শেষ করেন। একইসময় ক্রেনের সাহায্যে গাড়িটি তোলা হয়।
পুলিশ, ফায়ারসার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা করে রাত আড়াইটার দিকে হতাহতদের উদ্ধার কাজ শেষ করেন। একইসময় ক্রেনের সাহায্যে গাড়িটি তোলা হয়।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার মোহাম্মদ ছালামের ছেলে ওই গাড়ির স্টাফ মো. ফারুক (২৭) ও যাত্রী নোয়াখালী সদরের সোনাপুর বাইতুল আশ্রাফ তাজমাহতাবপুর এলাকার আশরাফুল হকের ছেলে কলেজ ছাত্র শেখ ওবায়েদ এনাম (১৯)। এসময় গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৯ যাত্রী। তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে হারবাং এলাকায় বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের বাস উল্টে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে হারবাং এলাকায় বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের বাস উল্টে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।