জাতীয় সঙ্কট উত্তরণে ইসলামী রাষ্ট্রবিনির্মাণের বিকল্প নেই : রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির সভায় হাফেজ আব্দুর রহিম রাহী
রিয়াজ উদ্দিন:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর ও রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী বলেছেন, জাতীয় সঙ্কট উত্তরণে ইসলামী রাষ্ট্রবিনির্মাণের বিকল্প নেই। তাই প্রখাত বুযুর্গানে দ্বীনের হাতে গড়া পবিত্র কাফেলা নেজামে ইসলাম পার্টি ইসলামী রাষ্ট্র বিনির্মাণের নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী এ সংগঠনের কর্মতৎপরতায় ইখলাসের সাথে মনোনিবেশ করে সে কর্মধারাকে বেগবান করতে নেতা-কর্মীদের অধিকতর সচেতনতার পরিচয় দিতে হবে।
তিনি রামু উপজেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের কক্সবাজার জেলার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের গৃহীত কর্মসূচির আলোকে রামু উপজেলা কমিটি নবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক এ সাধারণ সভার আয়োজন করা হয়।
৩ জুলাই ( বুধবার) অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচনা করেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও রামু উপজেলা সমন্বয়কারী হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ।
জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন আমীর মাওলানা জসিম উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়ন আমীর মাওলানা আহমদুর রহমান, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন রব্বানী, প্রচার সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, উপজেলা দফতর সম্পাদক মাওলানা আরিফুল করিম, চাকমারকুল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ রহিম উদ্দিন, রামু উপজেলা ইসলামী যুবসমাজের যুগ্ম সমন্বয়কারী মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, কাউয়ারখোপ ইউনিয়ন নেজামে ইসলাম পার্টির সদস্য সচিব মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন, নেজামে ইসলাম পার্টি কচ্ছপিয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব হাফেজ আতিকুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, ৯ নং ওয়ার্ডের অর্থ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
সভা শেষে জুলাই বিপ্লবের বীর শহীদানের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।