ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভাড়াবাসায় ডাকাতি!
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভাড়াবাসায় ভাড়াটিয়াকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় রুহিয়া সালেহিয়া খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মুশারুল হক এর বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় সেই বাসা সংলগ্ন হাসকিং মিলের নৈশপ্রহরী গিয়াস উদ্দিন(৭০) কে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় ডাকাত দল।
সে বাসায় ভাড়া থাকা প্রভাস রায় জানান, প্রায় ৫ বছর থেকে স্ত্রী ও এক ছেলে সন্তান নিয়ে উক্ত বাসায় আমি ভাড়া হিসেবে বসবাস করে আসছি। প্রতিদিনের মত স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু হঠাৎ গেটের শব্দে আমাদের ঘুম ভেংগে যায়। পরে দেখে যায় ১০-১২ জন লোক তালা ভেঙে বাসায় প্রবেশ করে। এসময় কিছু বুঝে উঠার আগে ডাকাত দলের লোকজন তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং মারপিট করে প্রায় দুই ভরি স্বর্ণ অলংকার ও প্রায় ৬০হাজার টাকা নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর সার্কেল মিঠুন চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেন।