ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গলা কাটা যুবকের লাশ উদ্ধার।
ঠাকুরগাঁও সদর উপজেলার কুজিশহর ঘুরনগাছ এলাকায় রিফাত হোসেন ২২)নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর)সকালে রুহিয়া থানার পুলিশ কুজিশহর চারপুকুরি হতে মন্ডলাদাম গামী কাঁচা সড়কের পাশে একটি বাঁশঝাড় সংলগ্ন ধানক্ষেত হতে ওই যুবকের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সোমবার রাতের যে কোন সময়ে কে বা কারা ওই যুবককে নির্জন ওই রাস্তায় নিয়ে আসে এবং বাঁশঝাড়ের নীচে রিফাত হোসেন(২২)কে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।সকালে স্থানীয়রা হাটাচলা করার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে ।
পরিবার সূত্রে জানা যায়, উক্ত রিফাত হোসেন একজন অটোচালক। তার বাড়ি ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার নূর আলমের ছেলে। এ ঘটনায় রুহিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রুহিয়া থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিক্সা ছিনতাই করে বা পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা খুনিরা ওই যুবককে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই জড়িত ব্যক্তিদের সনাক্ত করা এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা সম্ভব হবে।