ঠাকুরগাঁওয়ে অবরোধের প্রথমদিন শান্তিপূর্ণভাবে পালিত।
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা থেকেঃ সারাদেশে বিএনপি এবং জামাতের ডাকা টানা তিনদিনের অবরোধের প্রথম দিন ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধের প্রথম দিন ছিল শান্তিপূর্ণ, কোথাও বড় ধরনের প্রতিবন্ধকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঠাকুরগাঁও শহরের প্রবেশদ্বার নামে খ্যাত সত্যপীর ব্রীজে সরেজমিনে দেখা গেছে,কিছু নাইট কোচ ছাড়া সকল দূরপাল্লার বাস আসা-যাওয়া বন্ধ ছিল।
ঠাকুরগাঁওয়ের প্রানকেন্দ্র চৌরাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। বিএনপির জেলা কার্যালয় ছিল তালাবদ্ধ। কোন নেতা-কর্মীকে চোখে দেখা যায়নি।
এদিকে ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাসটার্মিনাল গিয়ে দেখা গেছে সব দূরপাল্লার বাসগুলো সারি সারি করে গ্যারেজ রাখা হয়েছে।
ঠাকুরগাঁও জেলার মোটর-বাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা দৈনিক বাংলার জনপথকে বলেন, আজ অবরোধের কারণে ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে কোন বাস দিনাজপুর, রংপুর, বগুড়া, পঞ্চগড়ের ছেড়ে যায়নি এবং কোন বাস প্রবেশও করেনি।
কুমিল্লা – ফেনী থেকে ছেড়ে আসা আহাদ পরিবহনের কন্ট্রাক্টর বলেন,ধামুরহাট এবং গোবিন্দগঞ্জ ছাড়া আর কোন জায়গায় রাস্তায় কোন প্রতিবন্ধকতা পড়তে হয়নি।
ঠাকুরগাঁও বিআরটিসি কাউন্টারের টিকিট মাস্টার জানান,শুধু মংলার থেকে ছেড়ে আসা একটি গাড়ি ছাড়া আর কোন গাড়ি আসেনি, গাড়ি ছেড়ে যায়নি।
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে গিয়ে দেখা গেছে যাত্রীদের অতিরিক্ত চাপ। অনেকে বলেছেন টানা তিনদিনের অবরোধ থাকার কারণে নির্দিষ্ট গন্তব্য ট্রেনে করে যেতে হচ্ছে।
ঢাকাগামী রেলযাত্রী আব্দুল কুদ্দুস বলেন,আমি জরুরি প্রয়োজনে ছুটিতে এসেছিলাম কিন্তু জামাত-বিএনপি টানা তিনদিনের অবরোধের কারণে ট্রেনে ঢাকা চলে যেতে হচ্ছে, জীবনের ঝুঁকি হলেও যেতে হচ্ছে।
অপর মহিলা যাত্রী নাসিমা আকতার রত্মা বলেন, আমার ছেলে দিনাজপুরে পড়ালেখা করে, এ সুবাদে আমাকে ট্রেনে যেতে হচ্ছে।
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে সহকারী স্টেশনমাস্টার রাবেয়া বসরী বলেন, সকাল থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি ট্রেন যথাসময়ে গন্তব্য স্থানে ছেড়ে যাচ্ছে এবং আসতেছে, কোন ধরনের অঘটন ঘটেনি, তবে অবরোধের কারণে একটু বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
এদিকে, স্টেশনে নিরাপত্তায় নিয়োজিত এস.আই. মায়দুল ইসলাম বলেন, দিনাজপুর রেলওয়ে থেকে টানা তিনদিনের অবরোধের কারণে যাত্রীদের নিরাপত্তার জন্য এসেছি, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী কোন ডে-নাইট কোচ ছেড়ে যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, অবরোধের প্রথম দিন ঠাকুরগাঁওয়ে বড় ধরনের কোন অঘটন ঘটেনি।
উল্লেখ যে, ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের ন্যাক্করজনক হস্তক্ষেপ এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেফতারের প্রতিবাদের টানা তিনদিনের অবরোধের চলছে।