ঠাকুরগাঁওয়ে আার্ন্তজাতিক জীববৈচিত্র্য দিবস পালিত।
‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার’ এ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় সামাজিক বন-বিভাগ ঠাকুরগাঁও রেঞ্জের আয়োজনে সিংড়া জাতীয় উদ্যানে আলোচনা সভা আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও সহকারি বন সংরক্ষক সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন।
তরিকুল ইসলাম তপুর সঞ্চালনায় আলোচনা অংশ নেন ঠাকুরগাঁও সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের শিক্ষক মেরাজ হোসেন, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেব নাথ প্রমুখ ।
বক্তারা বলেন, ১৯৯৩ সালের শেষ দিকে দিবসটি পালনের জন্য ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু পৃথিবীর অনেক দেশে এই দিবস পালন বন্ধ করে দিলে ২০০২ সালের ২২ মে পালনের জন্য দিবসটি পুনঃনির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দূষণ নিয়ন্ত্রণ সেল ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯২ সালের ২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হচ্ছে।