ঠাকুরগাঁওয়ে জমির বিরোধে গভীর রাতে এক নৃগোষ্ঠী খুন, আটক-৩।
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে জমির বিরোধে এক নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছে।
ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়া এলাকায় ইস্টফান তিরকি (৪৬) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।
শুক্রবার দিবাগত (১৮ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইস্টফান ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরিষদপাড়ার দানিয়েল তিরকি ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জমিজমার বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ঘটনাস্থলে এসে জানা গেছে।
পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি রাত ১টা ৩০ মিনিটে পরিষদপাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে ইস্টফানকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাম বলেন, ইস্টফানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ বলেন, জমিজমার বিরোধে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা। হত্যাকাণ্ডের রহস্য বের করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।