ঠাকুরগাঁওয়ে দীর্ঘ সাড়ে চার ঘন্টা চেষ্টার পর আবুল কালাম আজাদের লাশ উদ্ধার।
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদরের চিলারং ইউনিয়নের আরাজী ঝাড়গাঁও গ্রামে দীর্ঘ সাড়ে চার ঘন্টা চেষ্টার পর আবুল কালাম আজাদ(৩৯) নামে এক ব্যক্তিকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘটনার বিবরণে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে উক্ত ব্যক্তি হাটপুকুরে বক ধরার ফাঁদ পাতে, কিছুক্ষণ পর বক ফাঁদে ধরা পড়লে উক্ত বক ধরতে যায়। কিন্তু সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায়। পরক্ষণেই আশেপাশের লোকজন টের পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে বালিয়াডাঙ্গীর ফায়ারসার্ভিসের লিডার প্রদীপ চন্দ্র সরকারের নেতৃত্বে একদল দমকল বাহিনী উদ্ধার কাজে নিয়োজিত হয়, কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত ডুবুরি বাহিনী না থাকায় উদ্ধার কাজে কিছুটা ধীর গতি হয়।
পরবর্তীতে ফায়ারসার্ভিসের রংপুর কন্ট্রোল হতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত আতাউর রহমানের নেতৃত্বে দীর্ঘক্ষণ তল্লাশির পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবুল কালাম আজাদকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় হাজার হাজার উৎসুক জনতার কারণে কিছুটা উদ্ধার কাজ ব্যাহত হয়।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ চন্দ্র সরকার বলেন,আমরা মোবাইলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে দুপুর ২.১৫ মিনিটে আসি। এরপর দীর্ঘ সাড়ে চার ঘন্টা চেষ্টার পর মৃত ব্যক্তিকে পুকুর থেকে তুলতে সক্ষম হয়েছি।
চিলারং ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বলেন, আমি ৯ নং ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে জানতে পারি, পরে ঘটনাস্থলে এসে দেখি অনেক মানুষের ভীড় এবং ফায়ার সার্ভিসের লোকজন এখানে তল্লাশির চালাচ্ছে। সম্ভবত আবুল কালাম আজাদ উক্ত পুকুরে মাছ মারা বা গোসলের জন্য অথবা অন্য কোন কাজের জন্য গিয়েছিল। এখন উদ্ধার হওয়া আবুল কালাম আজাদের লাশ তার পরিবারের কাছে দাফন কাফনের জন্য হস্তান্তর করা হবে। এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান আরও বলেন, মৃত আবুল কালাম আজাদ একজন ভাতা প্রাপ্ত প্রতিবন্ধী ছিলেন।