ঠাকুরগাঁওয়ে প্রচুর মাদকসহ মাদক সম্রাট আটক!
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইলিয়াস আলী ওরফে নিরব (৩০) নামের এক মাদক কারবারি আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২) সেপ্টেম্বর রাতে তিনটার সময়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের দুর্গাপুর কাশিডাঙ্গা গ্ৰ্যামে এ অভিযান য়পরিচালনা করে একজন কে আটক করে।
আটককৃত ইলিয়াস আলী ওরফে নিরব ওই গ্ৰামের আব্দুল খালেকের ছেলে।
এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম।
তিনি বলেন,শুক্রবার ২২ সেপ্টেম্বর রাতে তিনটার সময়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের দুর্গাপুর কাশিডাঙ্গা গ্ৰামে এ অভিযান পরিচালনা করা হয়।
এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি বিশেষ দল, এ সময় নিরব নামের এক মাদক ব্যবসায়ী নিজ বাড়ি তল্লাশি করে ৩৭৫৫ পিচ ইয়াবা টেবলেট সহ ইলিয়াস আলী ওরফে নিরব(৩০ ) নামের এক মাদক কারবারিকে আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে আটককৃত আসামিদের ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়।