ঠাকুরগাঁওয়ে বাড়িভাড়া দিতে না পারায় নবজাতক বিক্রি করলেন মা ।
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা থেকেঃ বাড়িভাড়া পরিশোধের টাকা নেই। তাই মাত্র ৩০ হাজার টাকায় সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশু বিক্রি করে দিলেন ঠাকুরগাঁও শহরস্থ গোয়ালপাড়ার শিল্পী বেগম(২৮)।
ঘটনাটি বৃহস্পতিবার(২৬ অক্টোবর) ঠাকুরগাঁও সদর হাসপাতালে দেখা গেছে। শিল্পী বেগম গোয়ালপাড়া এলাকার রায়হানের স্ত্রী। বিক্রি করা নবজাতক তার চতুর্থ সন্তান ও একটি ছেলে শিশু।
জানাগেছ, প্রায় ১২ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শিল্পীর সংসারে আরও ২ ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তবে চতুর্থ সন্তান পেটে আসার পরেই হঠাৎ বাড়ি ছেড়ে চলে যায় পিতা রায়হান। এরপর থেকেই অভাবের সংসার নিয়ে বিপাকে পরে যায় শিল্পী বেগম। সন্তান গর্ভে থাকার সময় থেকে বাড়ি ভাড়া ও পাশের দোকান মিলে প্রায় ৯ হাজার ৫শত টাকা বাকি হয় শিল্পীর।উপায়ন্তর না পেয়ে ঋণের সেই অর্থ পরিশোধ করতেই নবজাতক শিশু বিক্রির সিদ্ধন্ত নেয় অভাবগ্রস্ত শিল্পী বেগম।
প্রতিবেশী চায়না ও আশরাফুল জানান,শিল্পীর স্বামী কিছুদিন ধরে তৃতীয় লিঙ্গের ন্যায় আচরন শুরু করে এবং বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় তাই সংসারে চর্তুথ সন্তানের ভরনপোষণ করা তার পক্ষে কঠিন হয়ে যায়, তাই শিশু সন্তানকে বিক্রির সিদ্ধান্ত নেয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বেলায়েত হোসেন জানান, নবজাতক শিশু ক্রয়বিক্রয় ঘটনাটি আমি কিছুক্ষন আগে শুনেছি। সত্যিকারে মেয়েটি অভাবগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। তার থাকার, কর্মসংস্থানসহ ও অন্যান্য ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।