ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেতে মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার!
ঠাকুরগাঁওয়ের একটি ভুট্টাক্ষেত থেকে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহটি মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজখানার ছাত্র মুরাদ হোসেনের (১২)। সে মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুলের ছেলে । পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আলামত সংগ্রহ করেন। মাদ্রাসার পাশের একটি বাঁশঝাড়ে রক্তাক্ত অবস্থায় তার পরনের কাপড়-চোপড় পরে ছিল। ধারনা করা হচ্ছে সেখানেই তাকে হত্যা করে পাশের ভুট্টাক্ষেতে ফেলে দেওয়া হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। কেউ তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। মরদেহের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এর কারণ জানা যাবে।