ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে হত্যার চেষ্টা!
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সুমন নামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গিয়ে মারপিট করে হত্যার চেষ্টা চালিয়েছে একদল কিশোর। মঙ্গলবার বেলা সোয়া ১ টায় এসএসসি পরীক্ষা শেষে এই ঘটনা ঘটে।
অপহরণের শিকার শিক্ষার্থী সুমন ইসলাম বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার পুশ্চিম বেগুনবাড়ি গ্রামের মখলেসুর রহমানের ছেলে । সে বালাপাড়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয় হতে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সুমন ইসলাম মঙ্গলবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার শেষ দিনে বাংলাদেশ বিশ্ব পরিচিতি পরীক্ষা দিয়ে বের হতেই ১০/১২ জনের একটি কিশোর গ্যাং সুমনকে অপহরণ করে। তারা সুমন ইসলামকে সেখান থেকে শহরের কালিবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন মিলনায়তন মাঠে নিয়ে গিয়ে এলাপাথারী মারপিট করে এবং ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পোচ দিয়ে জখম করে। এতে তার প্রচন্ড রক্তপাত হলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ সময় প্রত্যক্ষদর্শীরা আহত সুমন ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসা দেয় । এ ঘটনায় সুমনের পিতা বাদী হয়ে ১০/১২ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়েছে কি না জানা যায়নি।
ঠাকুরগাঁও সদর থানাও ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, যেসব কিশোর এসএসসি পরীক্ষার্থী সুমনকে অপহরণ করে কুপিয়ে জখম করেছে গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে। তাদের সনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।