ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা।
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে ঠাকুরগাঁও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার সকালে অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদী ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। অর্থদন্ডে দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, শহরের হাজীপাড়া এলাকার বন্ধু চটপটি দোকানকারকে ২ হাজার টাকা, হাজীপাড়া এলাকার বিক্রমপুর ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদী জানান,ভোক্তাদের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে।