ঠাকুরগাঁও এক ব্যক্তির লাশ উদ্ধার।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার মহেশপুর গ্রামে পারভেজ চৌধুরী(৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ।
মঙ্গলবার(২০ জুন) সকালে রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের ফেলানপুর গ্রামের বারহাজ্জা থেকে উক্ত লাশ উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।
স্থানীয়রা জানান,পারভেজ চৌধুরী আখানগর ইউনিয়নের মহেশপুর গ্রামের (কালিবাড়ি) মৃত তোজাম্মেল চৌধুরীর ৪র্থ পুত্র। তিনি মহেশপুর কালিবাড়ি বাজারে চালের দোকান করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারভেজ চৌধুরী রাতে বাসায় না ফিরায় চিন্তিত হয়ে পড়ে তার পরিবার। পরের দিন আজ (মঙ্গলবার) সকালে ফেলানপুর গ্রামের বারহাজ্জা স্থানের ধান ক্ষেতে মৃত অবস্থায় কাঁদার মাঝে পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন আমাদের খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়। পরিবার সূত্রে আরও জানা যায় তিনি পূর্বে থেকে হার্টের রিং পড়ানো ছিলেন।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ বিষয় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।