ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত।
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার অন্যতম বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ বুধবার(৩১ জানুয়ারি)বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্বনাথ রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
প্রধান অতিথি ছিলেন মো: মাহবুবুর রহমান জেলা প্রশাসক, ঠাকুরগাঁও জেলা। গেস্ট অব অনার ছিলেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো: শাহীন আকতার, জেলা শিক্ষা অফিসার, ঠাকুরগাঁও। মোঃ মজিবুর রহমান জেলা শিক্ষা অফিসার, লালমনিরহাট।