দিনদুপুরে যবক কে কুপিয়ে হত্যা।
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
শিবপুর, চৌগরিয়া গ্রামে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দিনদুপুরে দা অস্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
নরসিংদী, শিবপুর, চৌগরিয়া গ্রামের মোঃ হানিফ কাজীর ছেলে মঈন কাজী ( ২৬) শাহাবুদ্দি বাজার থেকে তার একমাত্র মেয়ে( ৩) কে জুস খাওয়াতে নিয়ে আসার পথে রাস্তায় আসামী বেলায়ত মোল্লা (৩৫) পিতা নাসু মোল্লা তারাএকই গ্রামের বাসিন্দা সম্পর্কে আসামি তার পড়শি চাচা হয় বলে গ্রামবাসি জানান।
আসামী বেলায়ত তার কাছে সিগারেট দাবী করে, তখন মঈন বলে আমার কাছে নাই, তারপর আসামী তার পকেটে হাত দেয়, একে কেন্দ্র করে কিছু হাতাহাতি হয়,পথচারীরা মিমাংশা করে পাঠিয়ে দেয়, মঈন মেয়েকে নিয়ে বাড়ীতে চলে আসে। একটু পরে আসামী বেলায়ত তার বাড়িতে এসে মারধর করে,পরে মঈন এর পিতা হানিফ কাজী মিমাংশা করে আসামী কে বাড়িতে পাঠিয়ে দেয় কিন্তু তাতে আসামি ক্ষান্ত হননি, কিছুক্ষন পরে আবার আসে তখন বাড়িতে কেঊ ছিল না।
মঈন তার মেয়েকে খাওয়াতে ছিলো তখন আসামী পিছন দিক থেকে কুপিয়ে রক্তাক্ত করে হত্যা করে পালিয়ে যায়, আসামি পালাতক রয়েছেন, শিবপুর থানায় মামলা দায়ের করেন মৃত মঈনের বাবা
তার পরিবার ও এলাকাবাসী আসামীর বেলায়েতের ফাঁসি দাবী জানান।