নাটোরের সিংড়ায় জেলের জালে আটকা পড়ল বিশাল ৩ পদ্ম গোখরো।
নাটোরের সিংড়ায় চায়না জালে একসঙ্গে তিনটি বিশাল পদ্ম গোখরো সাপ আটকা পড়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় পরিবেশ কর্মীরা গিয়ে জাল থেকে গোখরো সাপ গুলোকে রক্ষা করে।
এদিকে, পদ্ম গোখেরা সাপ জালে আটকা পড়ার খবরে আশপাশের উৎসুক মানুষ ভিড় করে।
বৃহস্পতিবার (১৫ জুন) সিংড়া উপজেলার চলনবিলের পাকিশা গ্রামে এ ঘটনাটি ঘটে।
চলনিবল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সিংড়া উপজেলার পাকিশা গ্রামে জমিতে পেতে রাখা ছিল যাদুকারি চায়না জাল। এসময় জালে পড়া মাছ খেতে গিয়ে আটকা পড়ে তিনটি বিশাল পদ্ম গোখরো সাপ।
খবর পেয়ে চলনিবল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সেখানে গিয়ে জালসহ সাপ তিনিট জব্দ করে রাজশাহী বনবিভাগকে জানান।
সাপগুলোকে না মেরে সংশিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আসা পর্যন্ত অপেক্ষা করার মানুষকে বোঝানো হয়। পরে চলনিবল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য পরিবেশ রক্ষায় সকলকে সচেতন করার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেন। পরিবেশ রক্ষার জন্য এলাকার মানুষদের কাছে থেকে যাদুকারি চায়না জাল নিষিদ্ধ করার জোড়ালো দাবি জানান তারা।