নাটোরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য আটক
রিয়াজ হোসেন লিটু, নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। রোববার মধ্যরাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে অটোভ্যানের বিভিন্ন খন্ডিত অংশ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার লালপুর উপজেলার সাদিপুর গ্রামের মৃত জায়েম উদ্দিনের ছেলে বাদশা সরদার (৪৫), ঈশ্বরপাড়ার গোলজার হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (২৬), নাটোর সদরের তেবাড়িয়া পালপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাব্বির হোসেন (২৭), রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোট সেনভাগ গ্রামের মৃত তোরাব আলীর ছেলে রতন হোসেন (২৮) এবং পাবনার ঈশ্বরদীর মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে জহুরুল মন্ডল (৪০)।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সিরাজুল ইসলাম জানান, গত শুক্রবার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে ইয়াকুব আলী নামে এক চালকের ইজিবাইক চুরি হয়। তিনি ওইদিন থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের তেবাড়িয়া, লালপুর ও গোপালপুর এলাকা থেকে ইজিবাইকের খন্ডিত অংশসহ আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা অটোভ্যান, ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত বলেও জানান ওই কর্মকর্তা।