নাটোরে ঈদুল আজহাকে ঘিরে চামড়া ব্যবসায়ীদের প্রস্তুতি সভা।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কাঁচা চামড়া সংরক্ষণ, ক্রয়–বিক্রয় ও পরিবহণ ব্যবস্থাপনা নিয়ে নাটোরে প্রস্তুতিমুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭মে) দুপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, এনএসআই উপপরিচালক শাহিনুর সিদ্দিক, চামড়া মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ চামড়া ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা চামড়া সংরক্ষণ,পরিবহণ ও বাজারজাত করনে যাতে কোন সমস্যা না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে ঈদুল আজহা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোরবানীর বর্জ যাতে দ্রুত অপসারণ করা হয় সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
সভায় চামড়া ব্যবসায়ীবৃন্দ কাঁচা চামড়া সংরক্ষনের প্রধান উপকরণ লবণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবী জানান। লবনের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেজন্য সরকার ও সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন তারা।