নাটোরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় ৪ অভিযুক্ত গ্রেফতার।
রিয়াজ হোসেন লিটু, নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে গৃহবধূ হত্যা মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৯ মে) রাতে গুরুদাসপুর উপজেলা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। সোমবার (২০ মে) সকালে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
নিহত নাহার বেগম গুরুদাসপুর উপজেলার সোনাবাজু পাটপাড়া গ্রামের বাক্কাস আলির মেয়ে। গ্রেফতার আসামিরা হলেন- মো. মাজেম আলী (৫৫), মো. ফিরোজ হোসেন(৪৫), মো. শাহানুর (৩২) এবং মো. আ. মতিন (৪০)।
র্যাব তাদের বিজ্ঞপ্তিতে জানায়, ১০ বছর আগে বাদীর বোন নাহার বেগমের (৪২) সঙ্গে আসামি লোকমান সাকিদার (৫৫) বিয়ে হয়। বিয়ের পর আসামি লোকমান ৭.৫ শতাংশ জমি তার স্ত্রীর নামে দলিল করে দেয়। পরবর্তীতে আসামি লোকমান (দুই বছর আগে) আসামি মোছা. তারা বেগম (৪৫) নামে আরেকজনকে বিয়ে করে।
দ্বিতীয় বিয়ের পর থেকে লোকমান বাদীর বোনের কাছ থেকে জমি ফেরত চায়। এরপর জমি ফেরত না দেওয়ার আসামিরা বাদীর বোনকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও মারপিট করতো। বাদীর বোন আসামিদের অত্যাচার, নির্যাতন সহ্য করে আসামি লোকমানের সঙ্গে সংসার করতে থাকে।
একপর্যায়ে আসামিদের যন্ত্রণা অসহনীয় মাত্রায় পৌঁছলে বাদীর বোন তার স্বামীর বাড়ি থেকে বের হয়ে বড়াইগ্রামের পারকোল গ্রামে মোছা. আজমি আরা বেগমের বাড়িতে যায়। পরে ১১ মে দুপুরে আসামি লোকমান ও মোছা. তারা বেগম ওই বাড়িতে গিয়ে বাদীর বোনকে সঙ্গে নিয়ে বড়াইগ্রামের নওপাড়া গ্রামে ফিরে যায়। এরপর নাহার বেগমকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার লাশ গুম করা হয়। পরবর্তীতে তার মরদেহ পাওয়া গেলে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, এ মামলা পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করে মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়।