নাটোরে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু
নাটোরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নাটোর রেলওয়ে স্টেশনের দক্ষিণে সার গোডাউনের কাছে এঘটনা ঘটে।
নাটোর রেলওয়ে স্টেশনের আর এন বি (এ এস আই) আবু তালেব জানান, আজ বুধবার সকাল সাতটায় ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছার আগে স্টেশন রেলগেটের দক্ষিণে সার গোডাউনের এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী। নাটোর ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান এই কর্মকর্তা। তবে এখনো মরদেহের কোন পরিচয় জানা যায়নি।