নাটোরে প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড
রিয়াজ হোসেন লিটু,নাটোর:
নাটোরের গুরুদাসপুরে প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাউব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালতের বিশেষ পিপি আব্দুল কাদের মিয়া জানান, ২০২২ সালের ৩০ জানুয়ারি গুরুদাসপুর উপজেলার বৃচাপিলা গ্রামের মেহেদী হাসান একই গ্রামের নবম শ্রেণীতে পড়া তার প্রেমিকাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
অসুস্থ্য অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর নির্যাতিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘ ৩ বছর বিচার কাজ চলার পর বিচারক আজ এ রায় দেন।
রায়ে আসামিকে ১ লাখ টাকা জরিমানা করে তা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।