নাটোরে মাদক মামলায় ২ জনের উল্লেখযোগ্য সাজা।
রিয়াজ হোসেন লিটু, নাটোরঃ
নাটোরে পৃথক দুটি মাদক মামলায় জাকির হোসেন এবং সাহাবুল হক নামের দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডাদেশ দিয়েছে আদালত।
আসামিদের উপস্থিতিতে ১৬ আগস্ট বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন। জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের রানীনগর এলাকার লোকমান আলীর ছেলে এবং সাহাবুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নিজামপুর (গুয়াবাড়ি স্কুল পাড়া) এলাকার একরামুল হকের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ মে র্যাবের একটি দল নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে আমিনা হাসপাতালের সামনে অভিযান চালায়। সেখান থেকে একটি যাত্রীবাহী বাসে থল্লাসি চালিয়ে জাকির হোসেন নামের এক যাত্রীর কাছ থেকে ৩০ লক্ষ ১০ হাজার টাকা মূল্যমানের ৩১০ গ্রাম হিরোইন জব্দ করা হয়।
ওই দিনই বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জাকির হোসেনকে থানায় হস্তান্তর করা হয়। অপর একটি ঘটনায় ২০১৭ সালের ৭ ডিসেম্বর বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল বনপাড়া বাইপাস মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে।
পরে বাসের যাত্রী সাহাবুল হকের দেহ তল্লাশি করে ৮ লক্ষ টাকা মূল্য মানের ৮০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়। আজ উল্লিখিত দুটি মামলায় রায় প্রদান করা হয়।