নাটোরে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।
রিয়াজ হোসেন লিটু, নাটোরঃ নাটোরে হালিমা খাতুন নামে এক মাদরাসা শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি মাদরাসাপাড়া এলাকার হালিমার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হালিমা খাতুন ওই এলাকার খোকন মন্ডলের মেয়ে এবং তেলকুপি ফোরকানিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের দাবি, হালিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শিশু শিক্ষার্থীর মৃত্যু রহস্যজনক বলে মনে করছে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে বাড়িতে হালিমাকে একা রেখে তার বাবা-মা তাদের বড় মেয়ের বাড়িতে যায়। পরে বাড়িতে ফিরে এসে হালিমাকে না দেখতে পেয়ে হাক ডাক দিলেও তার কোনো সাড়া শব্দ পায় না। এসময় হালিমার ঘরে প্রবেশ করে লাইট জ্বালালে ঘরের তীরের সঙ্গে গলায় রশি প্যাচানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে হালিমাকে ঝুলন্ত অবস্থা দেখে তার মরদেহ মাটিতে নামিয়ে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি নাছিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতস্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।