নামাজে সেজদারত অবস্থায় মুসল্লীর মৃত্যু!
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ কাপাসিয়ার গ্রামে ফজরের নামাজে সেজদারত অবস্থায় জায়নামাজে এক মুসল্লীর মৃত্যু ঘটেছে। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে মৃতের পরিবারের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে।
গাজীপুর,কাপাসিয়ার চর সনমানিয়া গ্রামের আব্দুল বাতেন (৭০) স্ত্রী বিয়োগের পর থেকে নিজ গৃহে একাকী বসবাস করতেন। অন্যান্য দিনের মতো গতকাল রাতে নামাজ আদায়ের পর তিনি খাওয়া দাওয়া সেরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আজ শনিবার সকালে বেলা হবার পরও ঘুম থেকে তাকে উঠতে না দেখে প্রথমে ছেলে সবুজের স্ত্রী তার খোঁজে ঘরে যান। সেখানে তাকে ঘরের বিছানায় জায়নামাজে সেজদারতভাবে নিথর অবস্থায় দেখতে পান।
মৃত আব্দুল বাতেনের পুত্র কাউসার ও রাজীবের কাছ থেকেও একই বর্ননা মিলেছে।কাউসার ও রাজীব জানান, তারাও ঘরে গিয়ে পিতাকে জায়নামাজে সেজদারত অবস্থায় মৃত দেখতে পান। আজ বাদ আসর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত আব্দুল বাতেন মনোহরদীর হাতিরদীয়া বাজারে পুরনো কাপড়-চোপড় শেলাইকারী দর্জীর কাজ করতেন।