পরকীয়া প্রেমিকার বাড়িতে যুবকের মাটিচাপা লাশ, নারী গ্রেফতার।
রিয়াজ হোসেন লিটু, নাটোরঃ
বড়াইগ্রামে নিখোঁজের পাঁচ দিন পর পরকীয়া প্রেমিকা হুসনে আরার বাড়ির আঙিনায় শাহীন শাহ নামে এক যুবকের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার জলন্দা গ্রামের ওই বাড়িতে ১০ ফুট গভীর গর্ত খুঁড়ে লাশটি উত্তোলন করা হয়। শাহীন নাটোর সদর উপজেলার দস্তানাবাদ গ্রামের মোজাহার আলী শাহ্র ছেলে। তিনি নাটোর কোর্টে উকিলের মুহুরী হিসাবে কর্মরত ছিলেন। জানা গেছে, তাকে মোবাইলে বাড়িতে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ জলন্দা গ্রামের কুয়েত প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী হুসনে আরাকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, মামলা সূত্রে আদালতে যাতায়াতে হুসনে আরার ভাই আব্দুল মান্নানের সঙ্গে শাহীনের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে মান্নানের বাড়িতে যাতায়াতের একপর্যায়ে হুসনে আরার সঙ্গে শাহীনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
নিহত শাহীনের ভাই ফিরোজ শাহ জানান, সোমবার থেকে শাহীন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তারা নাটোর সদর থানায় জিডি এবং নাটোর র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার সর্বশেষ অবস্থান নিশ্চিত হয়ে র্যাব ও পুলিশের যৌথ টিম জলন্দা গ্রামে অভিযান চালায়।
এ সময় হুসনে আরাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে বাড়ির উঠোনে টিউবওয়েলের গোড়ায় গর্ত খুঁড়ে শাহীনের মুখ, হাত ও পা বাঁধা এবং গলায় দড়ি লাগানো লাশ উত্তোলন করে পুলিশ।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, পরকীয়া প্রেমের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেই জানা যাচ্ছে। এ ঘটনায় হুসনে আরাকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।