পি এম খালী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের মায়ের মৃত্যুতে এডঃ রেজাউর রহমানের শোক
কক্সবাজার সদরের পি এম খালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পি এম খালী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মাহবুব উল্লাহ এর মমতাময়ী মা শামসুন নাহার আজ (বুধবার) সকাল ৯ঃ৩৫ মিনিটে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (বুধবার) দুপুর ২.০০টায় ছনখোলা বড় কবরস্থান মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, ককক্সবাজার এর স্পেশাল পি.পি, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউর রহমান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পি এম খালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।