প্রিন্স কপিল সিকদারের নেতৃত্বে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খতমে কোরআন, দোয়া মাহফিল ও গণভোজ সফলভাবে সম্পন্ন
রিয়াজ উদ্দিন, কক্সবাজার।।
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রিন্স কপিল সিকদারের নেতৃত্বে দোয়া মাহফিল, খতমে কুরআন ও গণভোজের আয়োজন করে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেলে লিংক রোড ওয়েডিং পার্কে প্রিন্স কপিল সিকদারের সভাপতিত্বে, যুবলীগ নেতা খোরশেদ আলম মিয়াজী, রিদোয়ান, ওসমান সরওয়ার ও উদযাপন কমিটির সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় উক্ত খতমে কোরআন, দোয়া মাহফিল ও গণভোজ সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত শহীদদের মাগফিরাত কামনায় বিকেল ৫.০০টায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজনে করে। পরে অতিথি বৃন্দের সাথে নিয়ে আয়োজক কমিটিসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর গরীব, অসহায়, অবহেলিত মানুষের জন্য গণভোজের আয়োজন করেন।
গণভোজে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর—রামু—৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, কক্সবাজার সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ ছৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদারসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি বঙ্গবন্ধু ও তাঁর তনয়ার অবদান তুলে ধরেন এবং শোকের প্রতিচ্ছবি তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করা হয়েছে৷ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই শেখ হাসিনাকে হত্যা করতে চায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হত্যাকারীরা এখনো সক্রিয়। তারা শেখ হাসিনার জয়যাত্রাকে থামিয়ে দিতে পারবেনা। আর মাত্র চারমাস পর নির্বাচন। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। চলুন আমরা সবাই এক ও অভিন্ন হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসি।
গনভোজ উদযাপনের উদ্দেশ্যে এডঃ সৈয়দ রেজাউর রহমান জানান, বঙ্গবন্ধু ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যাদের কঠোর পরিশ্রমে আজকের অনুষ্ঠানটি সফল হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানান। সেইসাথে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রূহের মাগফেরাত কামনা করে এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। একটা জাতির মুক্তি ও একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। কিন্তু এদেশের কতিপয় প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে বিপথগামী ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ নির্মমভাবে নিহত হন — ১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে।
গণভোজ শেষে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু জানান, আজকের খতমে কোরআন, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজক কমিটিকে সদর উপজেলা যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে একটি মডেল ও আধুনিক কক্সবাজারে রুপান্তের যে স্বপ্ন দেখেছেন ও বাস্তবায়ন করেতেছেন তা অতুলনীয়। বঙ্গবন্ধু তনয়া কক্সবাজার সদর—রামু—৩ আসনে সাইমুম সরওয়ার কমলকে নৌকার মনোনয়ন দিয়ে তারঁ মাধ্যমেই আজকের বর্তমান কক্সবাজারে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবে।
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি, মঙ্গল কামনা করে কোরআন খতম এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিবেশন করে মাশরাফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক মৌলানা জয়নাল আবেদিন।