ফোনে বলেকয়ে প্রতিবন্ধী চালকের ইজিবাইক চুরি।
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ মনোহরদীতে ফোন কলে বলেকয়ে একপাওয়ালা ইজিবাইক চালক কাশেমের মালিকানাধীন একটি ইজিবাইক চুরির ঘটনা জানা গেছে। বাইকটি চালিয়ে ৫ জনের সংসার প্রতিপলন হতো তার। সেটি হারিয়ে দিশেহারা অবস্থা এখন কাশেমের।
নরসিংদী, মনোহরদীর গন্ডারদীয়া গ্রামের একপাওয়ালা ইজিবাইক চালক আবুল কাশেম (৪৮)। বছর কয় আগে এক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব ঘটে তার।সেই থেকে ধারদেনা করে একটি ইজিবাইক কিনে সংসার চলতো তার। এক পা নিয়ে কষ্টে সৃষ্টে মনোহরদী পৌর এলাকার বিভিন্ন রাস্তায় যাত্রী আনানেয়া করে আসছিলেন তিনি।
এ আয়ে শিক্ষার্থী ২ পুত্র,মা,এবং তাদের স্বামী-স্ত্রীসহ ৫ জনের সংসার চলতো কাশেমের। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বসত বাড়ী থেকে তালাবদ্ধ অবস্থা থেকে তার সেই ইজিবাইকটি চুরি হয়ে যায়। ইজিবাইকটির খোঁজে সম্ভাব্য বিভিন্ন স্থানে হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি এবং স্বজনেরা। কোন লাভ হয়নি,খুঁজে পাননি তার যানবহনটি।
আবুল কাশেম জানান, গত সোমবার সন্ধ্যেয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে একটি ফোন কল পান তিনি (নম্বর-01777-825265)। এতে বলা হয়,তার ইজিবাইকটি নিয়ে যাবে ফোনকলকারী। আবুল কাশেম কোন পরিচিত জনের ঠাট্রা হিসেবে গন্য করেন সেটিকে।
অবশেষে আজ সেটির বাস্তবায়ন ঘটলেও সে নম্বরটি বরাবরের মতোই বন্ধ পাওয়া যায় বলে কাশেম জানান। ইজিবাইক হারিয়ে চোখে সর্ষে ফুল দেখা অবস্থা এখন তার। কিভাবে ৫ জনের সংসার প্রতিপালিত হবে আল্লাহ জানেন সেটি।