বার্মিজ মার্কেটে আগুন, শতাধিক দোকানসহ ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার বার্মিজ মার্কেটের শতাধিক দোকান আগুনে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় নগদ টাকাসহ ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়েছে অনেক পরিবার, অনেক ব্যবসায়ী।
৬ জুলাই (বুধবার) দিবাগত রাত পৌনে দুই টার দিকে বৈদ্যুতিক শর্ট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে।
রাত গভীর হওয়ার দোকান থেকে মালামাল বের করতে পারেনি ব্যবসায়ীরা। ফলে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
স্থানীয়র টেকনাফ ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মী আসার পূর্বেই ১০৫ টি দোকানের মধ্যে ৬০ টি দোকান সম্পুর্ণ পুড়ে ছাই।
আগুনে ভষ্মিভূত দোকানগুলোর মধ্যে কাপড়, স্যান্ডেল, জুতা, কসমেটিক, আচার ও মুদির দোকান রয়েছে। তবে এ দোকানগুলোতে বার্মিজ মালামালের সংখ্যা বেশি। পর্যটন মৌসুমে বার্মিজ মালামালের জন্য দোকানগুলোতে পর্যটকদের ভিড় জমে। টেকনাফের বেশিরভাগ রাখাইনদের আয়ের একমাত্র উৎস্য ছিল এই দোকানগুলো।
ক্ষতিগ্রস্থ এক দোকানদার জানান- শুনেছি বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে আমার জুতার দোকানটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
টেকনাফ বার্মিজ মার্কেটের পাহারাদার মোহাম্মদ কাইয়ুম জানান, মার্কেটে বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এদিকে ২ টা ১০ মিনিটের দিকে টেকনাফ ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় পুলিশ ও বিজিবি, উপজেলা প্রশাসনের সদস্য সহ স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণের চেস্টা চালায়। দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কাপড়, স্যান্ডেল, জুতা কসমেটিক, বার্মিজ আচার, মুদির দোকান সহ প্রায় ১০৫ টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ২০-২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, পৌরসভার বার্মিজ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমরা ছুটে যাই। স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণসহ দোকানে আটকেপড়া লোকজনকে উদ্ধারে তৎপরতা চালানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। পুড়ে গেছে সিংহভাগ মালামাল। এতে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, “টেকনাফ পৌরসভার উপরের বাজারে বার্মিজ মার্কেটে আগুনে পুড়ার খবর পেয়ে দ্রুত মুভ করি। ।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে।
দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাজারের উত্তর দিক থেকে বৈদ্যুতিক খুঁটির লাইনের শর্ট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।