বিপজ্জনক রাস্তায় দুর্ঘটনা যে কোন সময়
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ মনোহরদী পৌর শহরের একটি গুরুত্বপূর্ন রাস্তার স্থানে স্থানে রড বেরিয়ে থেকে বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে।সে সবের আঘাতে যে কোন সময় জানমালের মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটতে পারে।
মনোহরদী পৌর এলাকার পুরনো মাইক্রোষ্ট্যান্ড সংলগ্ন বাইপাস রোডের সাথে লিন্ক রাস্তাটি বছর কয় আগে নির্মিত হয়। মনোহরদী পৌরসভা কর্তৃক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তাটি নির্মানের পর আর কোন সংস্কার না হওয়ায় এর স্থানে স্থানে ভাঙ্গন ধরেছে।
এতে ভেতরের রড বেরিয়ে পড়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।এ সামান্য রাস্তাটিতে কম করে হলেও ৩০/৪০ টি রড পরিপূর্নভাবে বেরিয়ে আছে। এর কতকের আবার সুতীক্ষ্ম অগ্রভাগ বেরিয়ে থেকে পথচারী ও যান চলাচলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে।
বেশ কিছুদিন ধরেই এ অবস্থা চললেও এদিকে কর্তৃপক্ষের কোন নজর নেই । এ ব্যাপারে মনোহরদী পৌর প্রকৌশলী মোঃ অরুন মোল্লা জানান,খোঁজ খবর নিয়ে বিষয়টি তিনি দেখবেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হবে।