বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন!
নাটোরের লালপুরে বিয়ের দাবিতে দুইদিন ধরে সৈকত ইসলাম (২৩) নামে এক যুবকের বাড়িতে অনশনে বসেছে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৭ জুন) সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের সেন্টারপাড়াতে প্রেমিক সৈকত ইসলামের বাড়িতে ওই স্কুলছাত্রীকে অনশন করতে দেখা গেছে।
সৈকত ইসলাম লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের সেন্টারপাড়া এলাকার মো. মাসুদ রানার ছেলে। অনশনরত ওই স্কুলছাত্রী জানায়, প্রাইভেট পড়তে যাওয়ার সুবাধে তার সঙ্গে সৈকতের পরিচয় হয়। পরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ২০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে সৈকতের খালার বাড়ি বনপাড়াতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে গড়ে তোলে সে। এক পর্যায়ে বিয়ের কথা বলতেই সৈকত বিভিন্ন তালবাহানা করতে থাকে। পরে সৈকত তাকে বিয়ে করতে অস্বীকার করে। কোনো উপায় না পেয়ে সে শুক্রবার থেকে সৈকতের বাড়িতে এসে অনশন শুরু করে।
এ বিষয়ে সৈকত ইসলামের সঙ্গে কথা বলতে একাধিক বার তার মোবাইলে যোগাযোগ করলেও ফোন বন্ধ পাওয়া যায়। ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে দুপক্ষের সঙ্গে মীমাংসার চেষ্টা চলছে।