ব্রহ্মপুত্র নদের পাড় কেটে নির্বিচার মাটি বানিজ্য
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক প্রশাসনিক ব্যস্ততার সুযোগে মনোহরদী সংলগ্নে কাপাসিয়া উপজেলা অংশে পুরাতন ব্রম্মপুত্র নদের পাড় কেটে মাটি লুটে নিচ্ছে একটি চক্র। গত ১০/১৫ দিন যাবৎ দিবারাত্রি নদীর পাড় কেটে মাটি বিক্রি করে চলেছে এ দুর্বৃত্ত চক্রটি।
মনোহরদী উপজেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে কাপাসিয়ার খিরাটি গ্রাম। এ গ্রামের ব্রম্মপুত্র নদের পাড় থেকে স্থানীয় একটি চক্রবেআইনীভাবে এস্কেভেটর দিয়ে দিনরাত ধরে প্রকাশ্যে মাটি কেটে বিক্রি করে চলেছে। কাপাসিয়া উপজেলা প্রশাসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রীক ব্যস্ততার সুযোগে দুর্বৃত্ত চক্রটি কাজটি করে চলেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এহেন নির্বিচার মাটি কর্তনের ফলে বছর তিনেক আগে খননকৃত ব্রম্মপুত্র নদের পাড়ের কার্যকারীতা যেমন নষ্ট হচ্ছে তেমনি বর্ষায় এর পাড়ে ব্যাপক ভাংগনেরও আশঙ্কা রয়েছে। অপর দিকে নদী চরের কৃষি জমির মাটির উপরিভাগের উর্বর অংশ বিনষ্ট হয়ে ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতিকর প্রভাব সৃষ্টিরও সমূহ শন্কা রয়েছে।
এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দীক জানান,প্রশাসন অব্যহতভাবে এ সবের বিরুদ্ধে তৎপর রয়েছে। গত কয়েকদিনের ভেতরও এর বিরুদ্ধে পরিচালিত অভিযানে শাস্তিমূলক ব্যবস্থাও গৃহীত হয়েছে। প্রশাসনের জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক ব্যস্ততার সুযোগে একটি বিরাট চক্র এ কাজে তৎপর রয়েছে বলেও জানান তিনি।