মাড়াইয়ের জন্য রাখা ধানের আঁটির গাঁদায় আগুন।
শাহজাহান আকন্দ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ মনোহরদীর গ্রামে রাতের আঁধারে এক কৃষকের কেটে রাখা স্তুপিকৃত ধানের আঁটির গাঁদা কে বা কারা আগুনে পুড়ে সাফ করে দিয়েছে বলে অভিযোগ মিলেছে।
নরসিংদী , মনোহরদীর পশ্চিম চালাকচর গ্রামের প্রবাসী মোস্তফা কামালের ২ বিঘে জমির পাকা ধান কেটে আঁটি বেঁধে মাড়াইয়ের জন্য মাঠে গাঁদা করে রাখা ছিলো। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শনিবার রাত সাড়ে ১০ টার দিকে হাট ফেরত লোকজন সেখানে থাকা ২ টি ধানের আঁটির একটি গাঁদায় আগুন জ্বলতে দেখা যায়।
পরে লোকজন এসে আগুন নেভাতে সমর্থ হন।ইতোমধ্যে সেখানকার একটি গাঁদার প্রায় ৮০ শতাংশের ধানের আঁটি ভস্মীভূত হয়ে যায়। মোস্তফা কামালের পুত্র রুবেল জানায়,তিনি বাড়ী ছিলেন না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছেন না তারা। চালাকচর ইউপি চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তো জানান, তিনি বিষয়টি অবহিত হয়েছেন ও ক্ষতিগ্রস্থদের থানায় জিডি করতে পরামর্শ দিয়েছেন।