মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ।
ভ্রাম্যমান প্রতিনিধিঃ নরসিংদী, মনোহরদীতে একটি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি প্রতারনা ও চরিত্রহীনতার অভিযোগ রয়েছে।
মনোহরদীর চরসাগরদী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতি প্রতারনাসহ নানা অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মাদ্রাসার গভর্নিং বডির পক্ষ থেকে তাকে একাধিকবার কারন দর্শানোর নোটিশও করা হয়েছে।
সর্বশেষ গত ৫ নভেম্বর এসব অভিযোগে ৩ কর্ম দিবস সময় দিয়ে গভর্নিং বডির পক্ষ থেকে সভাপতি স্বাক্ষরিত চূড়ান্ত নোটিশও দেয়া হয় তাকে। জানা যায়, এ যাবৎ করা ৩টি নোটিশের একটিরও জবাব দেননি অধ্যক্ষ।
চর সাগরদী আলিম মাদ্রাসার সভাপতি মাহবুবুর রহমান জামিল জানান, তাকে পরপর ৩ টি কারন দর্শানোর নোটিশ করা হলেও অধ্যক্ষের পক্ষ থেকে কোন জবাব মেলেনি। গভর্নিং বডি পরবর্তী সভায় তার বিরুদ্ধে করনীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে গতকাল রোববার মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যক্ষের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে একটি বিক্ষোভ মিছিলও হয়েছে। চর সাগরদী আলীম মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রহীমের সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান এ বিষয়ে মনোহরদী জানান, অধ্যক্ষের বিরুদ্ধে ৩ টি অভিযোগ তদন্তাধীন রয়েছে। মাদ্রাসাটি নিয়ে স্থানীয় অনেক রাজনীতিও বিদ্যমান। এসব অব্যহত থাকলে অধ্যক্ষ যেমন ক্ষতিগ্রস্ত হবেন তেমনি প্রতিষ্ঠানটিও ক্ষতিগ্রস্ত হবে।