মাদ্রাসা অধিদপ্তরের শিক্ষক সম্মেলন স্থগিত,৫/৭ লাখ টাকা গচ্চা।
নরসিংদী মনোহরদীতে শিক্ষা মন্ত্রী,উপমন্ত্রীসহ তিন মন্ত্রী ও সরকারের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে মাদ্রাসা শিক্ষকদের বিভাগীয় সমেলনের পূর্ন প্রস্তুতির পর শেষ পর্যায়ে তা স্থগিত করা হয়।এতে আয়োজকের নিজ পকেটের ৫/৭ লাখ টাকা গচ্চা যায় বলে জানা যায়।তবে তিনি এটি কোন সমস্যা নয় জানিয়ে আবারও নিজ খরচে আয়োজনে সম্মত বলে জানিয়েছেন।
মনোহরদী উপজেলার লাখপুর কে ইউ ফাজিল মাদ্রাসায় আজ বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষকদের ঢাকা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিলো।মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উদ্দ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়। সে অনুযায়ী ভেন্যু মনোহরদীর লাখপুর কে,ইউ ফাজিক মাদ্রাসার অধ্যক্ষ গোরন নির্মান,ব্যানার ফেষ্টুন,প্যান্ডেল, মঞ্চ, হাজার বারোশ’ অতিথির জন্য লাঞ্চ প্যাকেট ও ভিআইপিদের জন্য বিশেষ আপ্যায়নের সব ব্যবস্থার প্রস্তুতি সম্পন্ন করেন।
পরে শেষ পর্যায়ে গতকাল বুধবার(১২ জুলাই) বিকেলে অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জাকির হোসেন প্রেরীত এক চিঠিতে এ সম্মেলন স্থগিত ঘোষিত হয়।এ বিষয়ে লাখপুর কে,ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম জানান,এ জন্য প্রায় ১০ লাখ টাকার একটি বাজেট ছিলো তার।
এ থেকে ইতোমধ্যেই তার নিজ পকেট থেকে
৫/৭ লাখ টাকার মতো খরচ হয়ে গেছে,একটি টাকাও এখনে অন্য কেউ দেননি বলেও জানিয়েছেন তিনি।এ টাকার ভবিষ্যত কি?এ প্রশ্নের জবাবে অধ্যক্ষ জানান,কোন সমস্যা নেই,
আবারো অনুষ্ঠান হলে আবারও স্থানীশ আয়োজকের ভূমিকায় থাকতে রাজী তিনি।এ ব্যাপারে মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান জানান,অনিবার্য কারনে সম্মেলন স্থগিত করা হয়েছে।তবে খুব শিগগিরই আবার এর তারিখ ঘোষনা করা হতে পারে।